চিরঞ্জিতের বোলিং দাপট অব্যাহত কসমোপলিটনকে হারিয়ে স্ফুলিঙ্গ শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। কসমোপলিটন জয়ের কাজটিও সেরে নিয়েছে স্ফুলিঙ্গ। টানা চার ম্যাচে লাগাতর জয়। ৬৭ রানের ব্যবধানে কসমোপলিটনকে হারিয়ে স্ফুলিঙ্গ রান রেটের নিরিখে শীর্ষ স্থানও অটুট রেখেছে। খেলা ছিল মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন টুর্নামেন্ট। সকালে ম্যাচ শুরুতে টস জিতে কসমোপলিটন প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ফুললিঙ্গ নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বাধিক স্কোর ওপেনার বিক্রম কুমার দাসের ৮৭ রান উল্লেখযোগ্য। এছাড়া জয়দীপ বণিকের ২৮ রান, জয়দীপ ভট্টাচার্যের ২৭ রান এবং অভিজিৎ সরকারের অপরাজিত ২৭ রান উল্লেখ করার মতো। বিক্রম ৮৮ বল খেলে বারোটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৭ রান পায়। কসমোপলিটনের অধিনায়ক পল্লব দাস তিনটি এবং সৌরভ দাস ও শাশ্বত পান্ডে দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে কসমোপলিটনের সূচনা পর্ব একটু নজর কাড়া ব্যাটিং হলেও মিডেল অর্ডারে স্ফুলিঙ্গের চিরঞ্জিত, বিক্রম ও জয়দীপ মিলে ধ্বস নামিয়ে দেয়। ৪৫.৪ ওভার খেলে কসমোপলিটন ২০৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অভিষেক শর্মা সর্বাধিক ৬৬ রান এবং সায়ন্তন দেববর্মা ৩১ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। চিরঞ্জিত ৪৩ রানে চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া বিক্রম দেবনাথ ও জয়দীপ ভট্টাচার্য দুটি করে এবং মনি শংকর মুড়াসিং একটি উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *