পূর্ব মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি (হি স)। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা গ্রামে ভারতীয় জনতা যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযানের সূচনা হলো। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি সম্মানীয় রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার মহাশয়, ভারতীয় যুব জনতার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খান প্রমুখ।
ইন্দ্রনীলবাবু পরে জানান, “গ্রাম বাংলার হতদরিদ্র মানুষ আজ তৃণমূল সরকারের দুর্নীতি, অনুন্নয়ন এবং পক্ষপাতদুষ্ট প্রশাসনের শিকার হয়েছেন। তৃণমূলের এই দুর্নীতির ফলস্বরূপ প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপ্য পাকা বাড়ি বা স্বচ্ছ ভারত অভিযানের শৌচালয় বা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত পাকা রাস্তা না হওয়ার যন্ত্রণা বা জল জীবন মিশনের পানীয় জল সরবরাহ থেকে বঞ্চনার তথ্য সংগ্রহ করা, লিপিবদ্ধ করা এবং সেই বঞ্চনার অবসান ঘটানোর অঙ্গীকার নিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার এই গ্রাম সম্পর্ক অভিযান।
কোথাও দেখলাম চিকিৎসার অভাবে কেউ ভুগছেন, আর কোথাও দেখলাম শিক্ষিত বেকারের বৃদ্ধা মার আর্তনাদ। গ্রাম বাংলার সাধারণ মানুষের উন্নয়ন হলে তবেই আমরা প্রকৃত সোনার বাংলা গড়তে পারবো।”