কৈলাসহরে শান্তি সম্প্রীতি আহ্বানে সর্বদলীয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের সার্কিট হাউজে শান্তি সম্প্রীতি লক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রার্থী সহ অন্যান্যদের নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷  সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলায় শান্তি সম্প্রতি বজায় রাখার উদ্দেশ্যে সাতাশ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরের সার্কিট হাউসে প্রতিটি রাজনৈতিক দলের ভোট প্রার্থী সহ রাজনৈতিক দলের প্রতিনিধিদের এবং জেলার প্রতিটি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুস্টিত হয়৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী টিংকু রায়, ৫১-ফটিকরায় কেন্দ্রের সি.পি.আই.এম দলের প্রার্থী সুব্রত দাশ, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, ৫৩-কৈলাসহর কেন্দ্রের তৃনমুল কংগ্রেস দলের প্রার্থী আব্দুল মতিন, ৫২-চন্ডীপুর কেন্দ্রের তৃনমুল কংগ্রেস দলের প্রার্থী বিদ্যুৎ সিনহা, ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা মোথা দলের প্রার্থী রঞ্জন সিনহা, সি.পি.আই.এম নেতা রঞ্জিত নাথ সহ আরও অনেকে৷ উল্লেখ্য, বিগত ১৬ফেব্রুয়ারি সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রেও ভোট সম্পন্ন হয়েছে৷ এবং আগামী দুসরা মার্চ ২০২৩সালের বিধানসভা ভোটের গননা অনুস্টিত হবে৷ ঊনকোটি জেলার কৈলাসহরের আর.কে.আই সুকলে এবং কুমারঘাটের পাবিয়াছড়া সুকল এই দুইটি কেন্দ্রে গননা হবে৷ ইতিমধ্যেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি সুকলে ছাত্র ছাত্রীদের পরীক্ষাও শুরু হয়েছে৷ সোমবারের বৈঠকে শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য সুকলের পরীক্ষা যেন নিরবঘ্নে হয় সে বিষয় নিয়েও বিস্তৃত ভাবে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও আলোচনা করা হয়৷