নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ আমতলী ও নন্দননগরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ নন্দননগরে গতকাল রাতে দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং রবিবার সকালে আমতলী থানার অন্তর্গত দারোগা বাড়িতে একটি সবজি বোঝাই গাড়ি উল্টে ঘটনাস্থলে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷
ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের৷ ঘটনা আমতলী থানার অন্তর্গত দারোগাবাড়ি এলাকায়৷ রবিবার ভোরে বক্সনগর থেকে গাড়ি দিয়ে সবজি বোঝাই করে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল প্রসেনজিৎ দাস ও প্রাণজিৎ দাস৷ সবজি বোঝাই গাড়িটি আমতলী থানার অন্তর্গত দারোগাবাড়ি আসার সাথে সাথেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাই প্রসেনজিৎ দাস ও প্রাণজিত দাসের৷ ঘটনার খবর পেয়ে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রসেনজিৎ দাস ও প্রাণজিৎ দাসকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পথ দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
রাজধানীর নন্দননগর এলাকায় দুইটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই যুবকের৷ মৃত দুই যুবকের নাম সুজন মোদক ও দেবাশীষ দেব৷জানা যায়, ইন্দ্রনগর কলোনি এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী দেবাশিষ দেব ব্যবসায়ীক কাজে শনিবার রাতে নন্দনগর এলাকায় যান৷ অপরদিকে ,খয়েরপুর ত্রিনাথ এলাকার বাসিন্দা সুজন মোদক জিবি হাসপাতালে চিকিৎসাধীন তার নিকট আত্মীয়কে খাবার দেওয়ার জন্য আসেন৷ সুজন মোদক জিবি হাসপাতাল থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বাইকে করে রওয়ানা হয়৷ বনিক্য চৌমুহনী হয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওয়ানা হয়৷ এইদিকে দেবাশিষ দেব নন্দনগর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় বাইক নিয়ে৷ নন্দনগর পূর্ত দপ্তরের গোডাউন সংলগ্ণ এলাকায় সুজন মোদক ও দেবাশিষ দেবের বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে দুইজনেই গুরুতর ভাবে আহত হয়৷ রাতের বেলায় পেট্রোলিং-এর সময় পুলিশের নজরে আসে বিষয়টি৷ সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷ দমকল বাহিনীর কর্মীরা আহত দুই জনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে করেন৷ রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ দুইটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ বাইক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷
2023-02-26