তেলিয়ামুড়ায় গনউপনয়ন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ বৈদিক ব্রাহ্মণ পরিষদের গনউপনয়ন অনুষ্ঠিত তেলিয়ামুড়ায়৷  এবছর ও ত্রিপুরার বিভিন্ন মহকুমা এলাকা থেকে মোট ১১ জনকে উপনয়নের ব্যবস্থা করা হয়  সংস্থার তরফ থেকে৷  অন্যান্য বছরের ন্যায় এবছরও  বৈদিক ব্রাহ্মণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ায় গন উপনয়নের ব্যবস্থা করা হয়৷ জানা   যায় গত ২৩ শে ফেব্রুয়ারী তেলিয়ামুড়া মহারানীপুর স্থিত রাখাল ভট্টাচার্য’’র বাস ভবনে শুরু হয় এই গন উপনয়ন অনুষ্ঠান৷ যে সমস্ত ব্রাহ্মণ পরিবার অর্থের অভাবে বা অন্যান্য কারনে উপনয়ন করাতে অক্ষম, সেই সব পরিবারের ছেলেদের বিনামূল্যে উপনয়নের ব্যবস্থা করে আসছে এই বৈদিক ব্রাহ্মণ পরিষদ৷এবছর ও ত্রিপুরার বিভিন্ন মহকুমা এলাকা থেকে মোট ১১ জনকে উপনয়নের ব্যবস্থা করা হয়  সংস্থার তরফ থেকে৷ বিগত ২০১৪ সাল থাকে এই গন উপনয়ন অনুষ্ঠান করে আসছে বলে জানান সংস্থার এক সদস্য৷ রবিবার এই গন উপনয়নের শেষ দিনে তেলিয়ামুড়া শহরে এক যারলী সংঘটিত করা হয়৷ সংস্থার এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বিভিন্ন মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *