আমবাসায় ক্রিকেট : জয়ে ফিরে বি.কে নগর স্পোর্টস তালিকার শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। জয়ে ফিরেছে বি.কে নগর স্পোর্টস। উদ্বোধনী ম্যাচে যুবসমাজকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। মাঝে ঐকতানের সঙ্গে হেরে এক ধাপ পিছিয়ে গেলেও আজ, রবিবার নবদিগন্ত-কে ২৭ রানে হারিয়ে ফের ঘুরে দাঁড়ালো বি.কে নগর স্পোর্টস। খেলা ছিল আমবাসার দশমীঘাট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে। আয়োজক আমবাসা ক্রিকেটে এসোসিয়েশন । তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের স্বাদ ছিনিয়ে বি.কে নগর স্পোর্টস আপাতত পাঁচ দলীয় লীগ আসরে চার পয়েন্ট পেয়ে রান রেট ০.৮১২-এর সুবাদে শীর্ষে উঠে এসেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে বি. কে নগর স্পোর্টস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের মধ্যে ২৯.৫ ওভার খেলে বি.কে নগর স্পোর্টস ১০৫ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে অর্পণ বণিকের ২২ রান এবং অভিষেক দাসের অপরাজিত ১৫ রান উল্লেখযোগ্য। নবদিগন্ত ক্লাবের রাজেশ পাল চারটি এবং শুভঙ্কর দাস তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে নবদিগন্তের ব্যটার্সরা উইকেটে টিকে থাকলেও তেমন রান সংগ্রহে সক্ষম হয়নি। ৩০.৩ ওভার খেলে ৭৮ রানে নবদিগন্ত ক্লাব ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাজেশ পাল সর্বাধিক ১৩ রান পায়। বি.কে নগর স্পোর্টসের উত্তম দেবনাথ চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া, রনবীর দাস দুটি এবং দীপঙ্কর দেবনাথ, কৌশিক বণিক, প্রসেনজিৎ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছে।