দুর্ঘটনাগ্রস্ত নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটারবাহী বাস, আহত ২৭, পলাতক চালক

কোহিমা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটারবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৭ জন যাত্রী। আহতদের ভরতি করা হয়েছে হাসপাতালে। এদিকে ঘটনার পর চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে।

নাগাল্যান্ডের কোহিমায় পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল প্রায় ১০.৪৫ মিনিট নাগাদ বাসটি সেখাজৌ-এর কাছে কেয়াক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিকে ধাক্কা দেয় বাসটি। প্ৰচণ্ড ধাক্কায় বাসটি রাস্তা থেকে প্রায় ৮৫ ফুট নীচে খাদে পড়ে যায়। বাসে ৩২ জন যাত্রী ছিলেন৷ তাঁরা আগামীকাল ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ডিমাপুর থেকে জুনহেবোটো জেলার সাতাখায় যাচ্ছিলেন৷

পুলিশের সূত্রটি জানিয়েছে, দুর্ঘটনায় আহত ২৭ জনকে ওকিং হাসপাতাল এবং নাগা হসপিটাল অথরিটি কোহিমায় নিয়ে ভরতি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে চারজনকে আইসিইউ-তে ভর্তি করে চিকিৎসা চলছে। অবশ্য তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।