কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে আক্রমন, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

কোচবিহার, ২৫ ফেব্রুয়ারি (হি স)। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ঘিরে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বোমা, গুলি এবং পাথর ছুড়ে কোচবিহারের দিনহাটার বুড়িরহাট এলাকায় মন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে।

পুরো ঘটনা এবং এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। পাশাপাশি ভয়ঙ্কর এই ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছলে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়। এর পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের উপর ঢিল ছোড়া হয়। তাঁর গাড়ির কাচ ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয়। এর পর নিরাপত্তারক্ষীরা নিশীথবাবুকে সেখান থেকে বের করে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় কোচবিহার-সহ বিভিন্ন থানা এলাকা থেকে বিরাট পুলিশ বাহিনী বুড়িরহাটে নিয়ে যাওয়া হয়েছে।

বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার টুইটারে লিখেছেন, “দিনহাটায় আমার দলের সহকর্মী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিকের কনভয়ের উপর হামলার তীব্র নিন্দা জানাই। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এটা টিএমসি গুন্ডাদের নিয়মিত আচরণের প্রমাণ। বিজেপি তাদের ভয় পায় না। মনে রেখো দিদি, লোক সব দেখছে।”

প্রসঙ্গত, সম্প্রতি একটি হুইপ জারি করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানান, বিএসএফের গুলিতে মৃতের পরিবার যত দিন বিচার না পাবেন, তত দিন নিশীথ সিতাই এবং দিনহাটার কোনও ব্লকে সভা করতে এলে তাঁকে কালো পতাকা দেখানো হবে। একই সঙ্গে ওই এলাকাগুলিতে বিজেপি সভা বা কর্মসূচি করলে তৃণমূল বুথ সভাপতিকে অপসারণ করা হবে। কারণ, তাতে প্রমাণ হয় যে ওই বুথ সভাপতি নিজের এলাকায় দলের সংগঠন মজবুত করতে পারেননি।