ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫

আঙ্কারা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের দুঃসহ স্মৃতি এখনও পুরোপুরি মেটেনি। তার মধ্যে শনিবার বিকেলে ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ নিগদে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই প্রাণ বাঁচাতে আতঙ্কে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ।

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। আর সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গৃহহীন হয়েছেন ২ কোটির বেশি মানুষ। ২ লক্ষ ৪০ হাজারের বেশি উদ্ধারকর্মী দিনরাত পরিশ্রম করে উদ্ধারকার্য চালিয়েছেন।