জাজপুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ওডিশার জাজপুর জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে জাজপুর জেলায় চান্দিখোল নেউলপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর। পুলিশ জানিয়েছে, কলকাতার দিক থেকে আসা একটি মিনি-ট্রাক নেউলপুর এলাকায় সেন্ট্রাল ব্যাঙ্কের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে।
যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। কীভাবে ও কেন এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।