বিজেপি সব দখল করে নিয়েছে: মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

পূর্ণিয়া, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার পূর্ণিয়ার রংভূমি ময়দানে মহাজোট সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেন, বিজেপি সবকিছু দখল করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা আজকে শুধু মিডিয়ায় প্রকাশিত হব, কিন্তু ওইসব মানুষ প্রকাশ পেতেই থাকে। পূর্ণিয়ায় এসে অমিত শাহের কাছে এখানে একটি বিমানবন্দর তৈরি করতে বলা হয়েছিল। কিন্তু কিছুই ঘটলো না। তিনি আরও বলেন, এক লাখ ২৫ হাজার কোটি দেওয়ার ঘোষণা দেওয়া হলেও দেওয়া হয়েছে মাত্র ৫৯ হাজার কোটি টাকা। যদিও আমরা জমি উপলব্ধ করে দিয়েছি। তাদের নেতারা শুধু মিথ্যা বলার কাজ করে।
মুখ্যমন্ত্রী বলেন, আজও অমিত শাহ বিহারে এসেছেন। তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে, এটা তাদের কাজ। তবে আমরা কাজ করতে বিশ্বাসী। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে বিজেপি ১০০ আসনও পাবে না। তিনি বলেন, ঐক্যবদ্ধ না হলে এরা দেশকে বিভক্ত করবে।