কৈলাসহর প্রেসক্লাবে এপার ওপারের সাংবাদিকদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় কৈলাসহর প্রেসক্লাব পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডা: বিশাল কুমার, এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, বাংলাদেশ থেকে আগত  সাংবাদিক বিকুল চক্রবর্তী, সঞ্জয় দে, মুজিবুর রহমান রঞ্জু সহ বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব এবং শমসরনগরের এক ঝাক সাংবাদিক ও সাংসৃকতিক ব্যক্তিত্বরা৷ মঙ্গলবার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৈলাসহর প্রেসক্লাব মঙ্গলবার বিকাল চারটা থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে৷ চারটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক প্রতিযোগিরা অংশগ্রহণ করে৷ সন্ধ্যা ছয়টা থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর প্রেস ক্লাবের সম্পাদক চারু কৃষ্ণ কর৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা করেন তথ্য সংসৃকতি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দেব ও বিশিষ্ট কবি ও সাহিত্যিক সত্যজিৎ দত্ত৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি জেলাশাসক ডা: বিশাল কুমার বাংলা ভাষার ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন আমাদের রাষ্ট্রীয় গান রাষ্ট্রীয় সংগীতে বাংলা ভাষার ব্যবহার হয়েছে৷ ভারতবর্ষের অনেক সঙ্গীতজ্ঞ বাঙ্গালী৷ অনেক নায়ক নায়িকাও বাঙালির মধ্যে রয়েছে৷ তিনি বলেন তিনি নিজেও বাংলা ভাষা শিখার চেষ্টা করছেন৷ নিজের ভাষা মনের মধ্যে রেখে সাথে সাথে অন্য ভাষার সম্মান করার কথা বলেন৷ অবশেষে তিনি বাংলাদেশের অতিথিদের হাতে প্রেসক্লাবের তরফ থেকে দেওয়া স্মারক ও মানপত্রগুলো তুলে দেন৷ বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সাংবাদিকরা দু’’দেশের সম্পর্ক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন৷ একই সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সদস্য সদস্যরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতার উপর নাটক ও সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ অনুষ্ঠানের শেষ বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে বাংলাদেশের শ্রীমংগল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকরা ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার এবং কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকারকে মানপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করেন এবং এই দুইজনের হাতে বাংলাদেশের মিস্টির প্যাকেট তোলে দেন৷ অনুস্টানে বাংলাদেশ থেকে আসা সাংবাদিক সহ সাংসৃকতিক ব্যাক্তিত্বদের কৈলাসহর প্রেসক্লাবের পক্ষ থেকে মানপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়৷ আলোচনা সভা শেষে বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী বাউল সংগীত পরিবেশন করেন৷