ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। টানা তিন ম্যাচে যায়। জয়ের ধারা অব্যহত রেখে সাব্রুম স্কুল জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। বুধবার সহজেই পরাজিত করলো নম্বর-২ জলেফা দ্বাদশ শ্রেণী স্কুলকে। সাব্রুম মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে সাব্রুম দ্বাদশ শ্রেণী স্কুল জয়লাভ করে ১৭৭ রানের বড় ব্যবধানে। সানু, অর্পণ ও শুভ্রজ্যোতির অনবদ্য ব্যাটিং সাব্রুম স্কুলের জয়ের মূল আধার। সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টসে জয়লাভ করে জলেফা স্কুল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ম্যাচ সীমিত করা হয় ৩৫ ওভারে। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সাব্রুম স্কুল নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সানু দে”র ৭৪ রান অর্পণ মজুমদারের ৫৮ রান এবং শুভ্রজ্যোতি শীলের অপরাজিত ৪৪ রান উল্লেখযোগ্য। সানু ৫০ বল খেলে সাতটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৪ রান পায়। অর্পণ ৫৮ রান পেয়েছে ৪১ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে। শুভ্রজ্যোতি ৪৫ বল খেলে ৩টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ৪৪ রানে অপরাজিত থাকে। দল অতিরিক্ত খাতে পায় ৪৩ রান। জলেফা স্কুলের জয়দেব মালাকার ৫৮ রানে তিনটি উইকেট পেয়েছিল। এছাড়া কর্ণেন্দু দে ও সৈকত মালি পেয়েছে দুটি করে উইকেট। সাব্রুম স্কুলের সকল বোলারদের সম্মিলিত প্রয়াসে জলেফা স্কুলের ব্যাটার্সরা ১১২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অধিনায়ক অতনু দে সর্বাধিক ২০ রান এবং অতিরিক্ত খাতে ২৫ রান না পেলে দলের স্কোর শতকও হতো না। সাব্রুম স্কুলের দীনেশ ত্রিপুরা ও ফাজেস ত্রিপুরা দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, আরও পাঁচজন বোলার প্রত্যেক একটি করে উইকেট তুলে নিয়েছে। অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে বিজয়ী সাব্রুম স্কুলের সানু দে পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।
2023-02-22