নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷বিশালগড় মহকুমা জুড়ে বোমা আতঙ্ক৷ এলাকায় তীব্র উত্তেজনা৷ ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ৷ মঙ্গলবার গভীর রাতে বিশালগড় ব্লক সংলগ্ণ এলাকায় বিশালগড় পৌর পরিষদের ৩ নং ওয়ার্ডে শীতলটিলা এলাকায় বোমা নিক্ষেপ করে দুষৃকতিকারীরা৷ বিধানসভা নির্বাচনের পূর্ব থেকে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বোমা নিক্ষেপ করে যাচ্ছে দুষৃকতিকারীরা৷ বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পরও থেমে নেই দুষৃকতিকারীদের এই বোমা নিক্ষেপ৷ জানা যায়, মঙ্গলবার রাতে বিশালগড় ব্লক সংলগ্ণ এলাকার এক গৃহ শিক্ষক অর্জুন ভৌমিক, বিশালগড় পৌর পরিষদ ৩ নং ওয়ার্ড এলাকার শীতলটিলা এলাকায় বিভিন্ন বাম কর্মী সমর্থকদের বাড়িতে বোমা নিক্ষেপ করল দুষৃকতিকারীরা৷ এলাকাবাসী জড়ো হয়ে বেরিয়ে আসতেই সুকটি ,বাইক নিয়ে পালিয়ে যায় দুষৃকতিকারীরা৷ রাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ তবে কোনভাবেই বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসন উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকা কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি৷ এ ক্ষেত্রে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বর্তমান বিরোধী দলের নেতা-নেত্রী থেকে এলাকার সাধারণ জনসাধারন৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এক প্রকার দলদাসে পরিণত হয়েছেন বলে গুরুতর অভিযোগ করা হয়েছে৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস প্রতিনিয়ত বিরোধী দলের কর্মীদের বিভিন্ন ভাবে হেনস্থা করছেন এবং মিথ্যা মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ৷ কিন্তু শাসক দলের কর্মীদের নাম দিয়ে মামলা করার পরও মামলায় অভিযুক্তরা বিশালগড় থানায় এসে বুক ফুলিয়ে ঘোরাফেরা করে৷ কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা তো দূরের কথা তাদেরকে একবার জিজ্ঞাসা করার সাহস টুকু দেখায় না৷ ফলে বিশালগড় মহকুমা জুড়ে প্রতিনিয়ত রাতের আঁধারে শাসক দল আশ্রিত এই দুষৃকতিকারীরা বিভিন্ন এলাকায় বোমা নিক্ষেপ করে আতঙ্কে রেখেছে৷ ২রা মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে৷ এলাকার বাম সমর্থিত কর্মীরা যেন কোনভাবেই গণনা কেন্দ্রে যেতে না পারেন সেই জন্যই এলাকায় বোমা নিক্ষেপ করে জনসাধারণকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে৷ বিশালগড় থানার ওসি বাদল সাহা রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়ে বোমা নিক্ষেপের সমস্ত জিনিস উদ্ধার করে ঘটনা লিপিবদ্ধ করেন৷
2023-02-22