সোনমার্গ ও রামবানে ভূমিধসে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি, সুরক্ষিত রয়েছেন বাসিন্দারা

শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে ভূমিধসের জেরে ভেঙে পড়ল কয়েকটি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। রবিবার ঘটনাটি ঘটেছে গান্ডেরবাল জেলার সোনমার্গের গগনগীর এলাকার রেজিনে। ভূমিধসের জেরে গৃহহীন হয়ে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্যরা।

সোমবার সকালে গগনগীর এলাকার রেজিনে দেখা যায় চারিদিকে শুধুই ধ্বংসলীলা। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এসডিএম জাভিদ আহমেদ রাঠের জানিয়েছেন, ভূমিধসে কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাণহানি হয়নি। মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান রাতভর অব্যাহত ছিল এবং এখন আমরা ধ্বংসাবশেষ অপসারণের জন্য তা আবার শুরু করেছি। মানুষজনকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

আবার জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভূমিধসের জেরে ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেও কেউ হতাহত হননি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১৩টি বাড়ি ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬টি বাড়ি পুরোপুরি ভেঙে গিয়েছে। আমাদের তাঁবু এবং কিছু বাসনপত্র দেওয়া হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করছি আমাদের কোথাও থাকার ব্যবস্থা করতে। আমরা এখন গৃহহীন।