ধীর গতিতে ভোট, প্রশ্ণ তুললেন সিপিএম রাজ্য সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনে ইভিএমে ধীরগতিতে ভোট গ্রহণের বিষয়ে  সন্দেহ প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷ এর পেছনে কোন ধরনের ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ যদিও এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের কাছে কোন ধরনের অভিযোগ জানাননি৷ উল্লেখ্য এবছর ইভিএম এ ভোট দেওয়ার পর দীর্ঘক্ষণ সময় ভোটারদের দাঁড়িয়ে থাকতে হয়েছে৷ অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ সময় অপেক্ষা করে ভোট সম্পন্ন করে ভোটারদের ভেতর থেকে বের হতে হয়েছে৷ ভোটের দিন সকাল থেকেই এ বিষয় নিয়ে নানা অভিযোগ ওঠে৷ সোমবার সিপিএমের প্রবীণ নেতা মোহনলাল দাসের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রসঙ্গটি টেনে এনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ধীরগতিতে ভোট গ্রহণ করার পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ণ তুলেছেন৷ জিতেন্দ্র বাবু বলেন, এই নির্বাচনে কোনঠাসা , জন বিচ্ছিন্ন শাসক দলকে মোকাবেলা করার জন্য রাত তিনটা পর্যন্ত শাসকের হামলা হুজ্জুতির পরেও মহিলা , পুরুষ দলবেঁধে ভোর বেলায় ভোট কেন্দ্রমুখী হয়েছেন৷ এরপর ঘন্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ এর পেছনে কোন কারন রয়েছে কিনা তা পরবর্তী সময় বোঝা যাবে৷ কিন্তু ধীর গতিতে ভোট পর্ব সম্পন্ন হওয়া অস্বাভাবিক মনে হয়েছে৷ ই ভি এম-  টিপলে পরেও বিপ শব্দ শোনা যাচ্ছিল না৷ এর পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা এখুনি বলা সম্ভব নয়৷ তবে অন্যান্য বারের চাইতে এবারের ভোট ছিল অন্যরকম৷  সোমবার এক দলীয় এক স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ধীর গতিতে ভোট গ্রহণ প্রসঙ্গে এই অভিযোগ তোলেন সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী৷