শিবসেনা কখনও শেষ হবে না; এটি আগুন, এত সহজে নিভবে না : সঞ্জয় রাউত

মুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.): শিবসেনা কখনও শেষ হবে না; শিবসেনা হল আগুন, এত সহজে নিভবে না। এই মন্তব্য করলেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, শিবসেনাকে ভাঙতে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, শিবসেনা মহারাষ্ট্রের আত্মসম্মান ও সম্ভ্রম। বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্রের আত্মসম্মানের জন্য শিবসেনা গঠন করেছিলেন। সঞ্জয় রাউত আরও বলেছেন, শিবসেনা শেষ হবে না, এটা অঙ্গার, আগুন, এত সহজে নিভবে না।

এদিকে, মহারাষ্ট্রের নাসিকে একটি সংবাদ সম্মেলনের সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য নাসিকে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।