ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। জয় অব্যহত রাখলো সাব্রুম স্কুল। সোমবার সহজেই পরাজিত করলো ব্রজেন্দ্রনগর স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সাব্রুম স্কুল জয়লাভ করে ৭ উইকেটে। শুভ দাসের দুরন্ত ব্যাটিং সাব্রুম স্কুলের জয় সহজ করে দেয়। শুভ ঝড়ো অকর্ধশতরান করে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সাব্রুম স্কুলের দুই বোলার অর্পন মজুমদার (৩/১০) এবং অনুরাগ দাসের (৩/২০) দুরন্ত বোলিংয়ে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় ব্রজেন্দ্রনগর স্কুল। দল অতিরিক্ত খাতে যদি ৩৮ রান না পেতো তাহলে দলীয় স্কোর সম্ভবত ৭০ রানের গন্ডি পার হতো না। এছাড়া দলের পক্ষে শান্তু রাই ১৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং ত্রিশান দেবনাথ ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। সাব্রুম স্কুলের পক্ষে অর্পন এবং অনুরাগ ছাড়া মনোজিৎ দেবনাথ (২/১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাব্রুম স্কুল ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের ওপেনার শুভ দাস শুরু থেকে ছিলো বিধ্বংসী মেজাজে। তার চওড়া ব্যাট থেকে রেহাই পায়নি বিপক্ষের কোনও বোলার। শুভ ২৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩ রান করে এবং শায়ন ভৌমিক ১৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত থেকে যায়। ব্রজেন্দ্রনগর স্কুলের পক্ষে শান্তনু মজুমদার (২/৪৩) সফল বোলার।
2023-02-20

