ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। উত্তর তাউখোমা স্কুলের গড়া রানের পাহাড়ের নীচে চাপা পড়লো রেক্স ক্লাব। ২৯৬ রানের বড় ব্যবধানে পরাজিত করলো রেক্স ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেই সোমবার জয় পায় উত্তর তাউখোমা স্কুল। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে রেক্স ক্লাবের বোলারদের অনেকটা নীচু মানে নামিয়ে এনে বড় স্কোর গড়লো উত্তর তাউখোমা স্কুল। দলকে পাহাড় সমান রানে পৌঁছাতে মুখ্য ভূমিকা নেয় শিবা নোযাতিয়া। শিবা ছাড়াও আকাশ নোয়াতিয়া এবং রবি কুমার নোয়াতিয়ার ব্যাট কার্যত শাসন করে রেক্স ক্লাবের বোলারদের। দলের পক্ষে শিবা নোয়াতিয়া ১০০ বল খেলে ১৯ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১২, রবি কুমার নোয়াতিয়া ৫৩ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৭, আকাশ দেববর্মা ৪৮ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬, আনন্দ সাধন নোয়াতিয়া ৩৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং রমেন দেববর্মা ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৩ রান। রেক্স ক্লাবের পক্ষে কিষান রিয়াং (৩/৪১) এবং অনিল মুড়াসিং (২/৫৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় রেক্স ক্লাব। দল মাতর ৫৭ রান করতে সক্ষম হয়। দলের ফ৭ রুসন মুড়াসিং ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং কিষান রিয়াং ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে সমীর নোয়াতিয়া (৩/২),পরীক্ষিৎ দেববর্মা (২/৫) এবং শিবা নোয়াতিয়া (২/৯) সফল বোলার।
2023-02-20

