নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের বাড়ি ও অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সোমবার খড়গে টুইটে লিখেছেন, কংগ্রেস ইডি-র পদক্ষেপে ভয় পায় না। তিনি বলেন, আমরা জনগণের আওয়াজ তুলতেই থাকব। তার দল মোদী সরকারের এই হুমকিতে ভয় পাবে না, বরং দৃঢ়তার সাথে মোকাবেলা করবে। খাড়গে বলেন, মোদী সরকার ভারত জোড়ো যাত্রার বিপুল সাফল্যে ভীত। এই সরকার তদন্ত সংস্থার অপব্যবহার করছে। তিনি বলেন, গত ৯ বছরে ইডি অভিযানে ৯৫ শতাংশ বিরোধী নেতাদের বিরুদ্ধে এবং বেশিরভাগই কংগ্রেস নেতাদের বিরুদ্ধে।
তিনি বলেন, ছত্তিশগড়ের আমাদের কংগ্রেস নেতাদের উপর মোদী সরকার ইডির অপব্যবহার করে যে অভিযান চালিয়েছে তা রায়পুরে কংগ্রেসের সম্মেলনের আগে বিজেপির কাপুরুষতা দেখায়।
প্রসঙ্গত, কয়লা খনির মামলায় আজ ছত্তিশগড়ের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে ইডি। এই সময়ে, ইডি বেশ কয়েকজন কংগ্রেস নেতার বাসভবন এবং অফিস চত্বরেও হানা দিয়েছে। যার জন্য কংগ্রেস আপত্তি জানিয়েছে।

