লখনউ, ২০ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির বিধায়কদের হইহট্টগোলের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন। সোমবার বিধানসভায় রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের অভিভাষণের সময় বিরোধী বিধায়করা “রাজ্যপাল গো ব্যাক” (রাজ্যপাল ফিরে যান) স্লোগান তোলেন। বিধানসভায় প্ল্যাকার্ড দেখান বিরোধী বিধায়করা, বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণের বিরোধিতা করেন তাঁরা। এর আগে সকালে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান সমাজবাদী পার্টির বিধায়করা। উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না সম্ভবত ২২ ফেব্রুয়ারি ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করবেন।
এদিন বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “বিধানসভায় উত্থাপিত বিষয় নিয়ে আলোচনা করা সরকারের কাজ। অধিবেশন ২০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে, প্রয়োজনে আমরা শনিবারও আলোচনা করব। বিধানসভা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিরোধীদের কাছে আমি আবেদন জানাই।” এদিকে, যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তোপ দেগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “যে সরকার কৃষকদের লুটপাট ও ধ্বংস করেছে, কৃষিকাজে মনোযোগ দেয়নি, সেচ, সার, কীটনাশকের জন্য একটি মান্ডি স্থাপন করেনি – এটি একটি মিথ্যাবাদী সরকার, যারা বলেছে যে মান্ডির অবকাঠামোর জন্য ১ লক্ষ কোটি টাকা দেবে। তারা কি উত্তর প্রদেশে একটিও মান্ডি করেছে? অখিলেশের কথায়, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। সম্প্রতি অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। কেন? রাজ্য সরকার, প্রশাসন ও বুলডোজারের কারণে।

