নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সাত সকালে দিল্লি-সাহারানপুর জাতীয় সড়কে গাড়ির ধাক্কা। দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বাগপতের কাছে। ঘন কুয়াশায় পরপর কয়েকটি গাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় কয়েকজন পড়ুয়া জখম হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর। তারা নিকটবর্তী হাসপাতালে ভর্তি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিল্লিতে একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিল দিল্লির একটি স্কুলের পডুয়ারা। স্কুল বাসচালক রাস্তায় ধারে পার্কিং করা একটি গাড়িকে ধাক্কা মেরে থেমে যায়। স্কুলবাসের পিছনে থাকা গাড়িগুলি একে অপরকে ধাক্কা মারে। গাড়ির গতিবেগ কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। র্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বাস চালকও গুরুতর জখম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশবাহিনী। এই ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। দুর্ঘটনায় পড়ুয়াদের অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা পৌঁছে যান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পৌঁছে যায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

