বাজারিছড়া (অসম), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ায় ‘ওএনজিসি’ ও ‘ইলেকশন ডিউটি’ স্টিকার সাঁটা একটি স্করপিও থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় ৫৩ লক্ষ টাকার গাঁজা।
বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎ কুমার বরা জানান, লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর লাইনে কর্মকার পদবীর জনৈক ব্যক্তির বাড়ির উঠোনে ত্রিপুরার রেজিস্ট্রিকৃত টিআর ০৩ ডি ০৪১৫ নম্বরের একটি স্করপিও কয়েকদিন ধরে ছিল। তা দেখে স্থানীয় কতিপয়ের সন্দেহ হয়। সন্দেহের বশে তাঁরা খবর দেন থানায়। খবর পেযে শুক্রবার থানা থেকে এসআই ঘনশ্যাম লোচন, পুলিশকর্মী রিংসেকরিল চড়াই, অমল আঁকুড়া, বিজু চড়াইরা গিয়ে গাড়িতে তালাশি চালিয়ে ৫৩ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশের দল। গাড়িটির সম্মুখভাগে উইন্ডোশিল্ড গ্লাসে ওএনজিসি এবং ইলেকশন ডিউটির দুটি স্টিকার সাঁটা ছিল।
গাড়িটির দরজা খুলে তালাশি চালিয়ে সিটের নীচে সারিবদ্ধভাবে ঢেকে রাখা আছে ৫৩টি শুকনো গাঁজার প্যাকেট। সেগুলো উদ্ধার করে ওজন করে দেখা যায় প্রতিটি প্যাকেটে দশ কেজি করে মোট পাঁচ কুইন্টাল ৩০ কেজি গাঁজা। কেজি-প্রতি দশ হাজার টাকা করে বাজেয়াপ্তকৃত গাঁজাগুলোর বাজারমূল্য প্রায় ৫৩ লক্ষ টাকা হবে।
ওসি চিরঞ্জিৎ কুমার বরা জানান, তাঁদের প্রাথমিক তদন্তে গাড়িতে সাঁটা ওএনজিসি ও ইলেকশন ডিউটি এবং রেজিস্ট্রেশন নম্বর ভুয়ো বলে ধরা পড়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কাউকে এখনও আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি, জানান তিনি। পুলিশের ধারণা, সদ্যসমাপ্ত ত্রিপুরা নির্বাচনের সময় এই গাড়িকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণের নেশা সামগ্রী পাচার করছে মাদক কারবারিরা। ওসি জানান, গাঁজা পাচারের সঙ্গে কয়েকজন যুবকের নাম তাঁদের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে এদের নাম খোলসা করেননি তিনি।

