সততার অন্যান্য নজির অটো চালকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ফেব্রুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহরের রাধানগরে সততার অন্যান্য নজির স্থাপন করলেন অটোচালক৷ অটোতে এক যাত্রীর ফেলে যাওয়া ৫০ হাজার টাকা সহ একটি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন  অটোচালক৷ ঘটনা রাধানগর এলাকায়৷ জানা যায় শনিবার কর্নেল চৌমুহনী থেকে নন্দননগর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন নাজেয়া দেববর্মা৷ জিবি পৌঁছে টট্ট০১ঙ্গ২২০০ নাম্বারের অটোটে টাকা ভর্তি ব্যাগ রেখে চলে যান তিনি৷ আচমকা তার নজরে আসে সঙ্গের ব্যাগটি নেই৷ তৎক্ষনাৎ জিবি ফাঁড়ির দারস্থ হন৷ ফাঁড়ি থেকে জিবি সেন্ডিকেটের সঙ্গে যোগাযোগ করা হয়৷ এরপর সততার নজির রেখে অটোটে ফেলে যাওয়া টাকা সহ অন্যান্য সামগ্রীর ব্যাগ যাত্রীর হাতে তুলে দেন চালক৷