স্কুল ক্রিকেট : ফাইনালের লক্ষ্যে আজ প্রগতি-নজরুল ও নেতাজি-ভবনস্

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। চারটি দল-ই প্রয়োজনীয় নেট প্র্যাকটিস করেছে। লক্ষ্য একটাই, প্রথমত জয়ের হ্যাটট্রিক এবং এর সুবাদে ফাইনালিস্ট দলের ছাড়পত্র পাওয়া। ‌ আগামীকাল সেমিফাইনাল ম্যাচে প্রগতি বিদ্যাভবন খেলবে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের বিরুদ্ধে। খেলা হবে নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অপর সেমিফাইনালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন খেলবে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে। ত্রিপুরা ক্রিকেট  অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ বালকদের সদর মহকুমা ভিত্তিক আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দুটো সেমিফাইনালে বিজয়ী দল দুটো ফাইনালে খেলবে ২০ জানুয়ারি। ফাইনাল ম্যাচটি হবে ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডেই। উল্লেখ্য, একুশটি স্কুল দলকে নিয়ে এবার সাতটি গ্রুপে লীগ পর্যায়ে খেলা হয়েছে। সাতটি স্কুল দল গ্রুপ চ্যাম্পিয়ন হলেও রানের গড়ের ভিত্তিতে সেরা চারটি দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। গ্রুপ-জি থেকে প্রগতি বিদ্যাভবন যথাক্রমে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলকে ২৮১ রানে এবং হোলিক্রস স্কুলকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি ৪.৩১৪ রান রেট নিয়ে শীর্ষস্থান দখল করে সেমিফাইনালে পৌঁছেছে। গ্রুপ-ই থেকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন পরপর দুই ম্যাচে যথাক্রমে শচীন্দ্রলাল বিদ্যানিকেতনকে ২৮৯ রানের ব্যবধানে এবং আসাম রাইফেলস পাবলিক স্কুলকে ২৬ রানের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি ৩.৯৩৮ রান রেটের সুবাদে দ্বিতীয় শীর্ষস্থান পেয়ে শেষ চারে এসেছে। গ্রুপ-সি থেকে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন যথাক্রমে মহাত্মা গান্ধী মেমোরিয়াল ইংলিশ মডেল স্কুলকে ১২৩ রানে এবং প্রনবানন্দ বিদ্যামন্দিরকে ১৬২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি ৩.৫৬৩ রান রেটের সুবাদে তৃতীয় স্থান পেয়ে সেমিফাইনালে পৌঁছেছে। এছাড়া, গ্রুপ-বি থেকে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির যথাক্রমে শিক্ষা নিকেতন স্কুলকে ৯ উইকেটে এবং উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম স্কুলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এবং ২.৭৭৩ রান রেটের সুবাদে চতুর্থ শীর্ষে থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতা পেয়েছে। বলা বাহুল্য, সেমিফাইনাল ম্যাচে প্রগতি বিদ্যাভবন এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পাল্লা ভারী হলেও প্রতিপক্ষ যথাক্রমে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন এবং ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরও ছেড়ে কথা বলার পাত্র নয়। আশা করা হচ্ছে দুটি সেমিফাইনাল ম্যাচ-ই বেশ জমজমাট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *