অরিজিতকে ছাপিয়ে রুদ্র সেরা : আসাম রাইফেলসকে হারিয়ে নেতাজি সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। বিফলে গেলো অরিজিৎ মজুমদারের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স। প্রথমে বল হাতে বিপক্ষের ৪ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৮৫ রান করেও আসাম রাইফেলস স্কুলকে জয় এনে দিতে পারলো না অরিজিৎ। অপরদিকে রুদ্র সেনগুপ্ত-‌র অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। গ্রুপে দুই ম্যাচেই জয় পেয়ে সেরা হলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। এর সুবাদে এবং রান রেটের নিরিখে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আপাতত ২১ দলীয় তালিকায় শীর্ষস্থান দখল করে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। সোমবার নরসিংগড় পঞ্চায়েত মাঠে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ২৬ রানে পরাজিত করেছে আসাম রাইফেলস পাবলিক স্কুলকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান করে। দলের পক্ষে রুদ্র সেনগুপ্ত ৮২ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৬৭, সূর্য্য দাস ৬৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, সুদীপ্ত সরকার ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং দ্বীপজয় বিশ্বাস ১৬ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। আসাম রাইফেলসের পক্ষে অরিজিৎ মজুমদার (‌৪/‌২৮),বিপ্লব ত্রিপুরা (‌২/‌১১) এবং অমরজিৎ রায় (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে অরিজদিতের দুরন্ত ব্যাটিং সত্বেও ১৭৩ রানে গুটিয়ে যায আসাম রাইফেলস। দলের পক্ষে অরিজিৎ ৫১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৫,আরিয়ন কুমার সিনহা ৩২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬, স্বাগ্নিক নাথ ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং শ্রেষ্ঠু চক্রবর্তী ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ‌‌‌১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষে জিৎ দত্ত (‌৩/‌৪৩), রুদ্র সেনগুপ্ত (‌৩/‌৪৬)এবং স্পন্দন বনিক (২/‌৩১‌) সফল বোলার।  ‌‌‌