নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের তুলাকোনা এলাকায় মারধর রিকশা চালককে৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যায় খয়েরপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের একটি জনসমাবেশ ছিল৷ মোটর রিক্সা চালক কালিপদ চক্রবর্তী রিক্সা নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলা করে তার উপর৷ বহুবার বলেছেন তিনি সিপিআইএমের সভায় যায় নি৷ কিন্তু তারপরেও বেধড়ক মারধর করেছে কালিপদ চক্রবর্তীকে৷ তার চিৎকার শুনে আশপাশে মানুষ ছুটে আসেনি৷ কারণ যে দুর্বৃত্তরা এই ঘটনা সংগঠিত করেছিল তারা এলাকার মস্তান বলে পরিচিত৷ এর মধ্যে রয়েছে মিটন দেবনাথ বলে এক বিজেপি নেতা৷ দুর্বৃত্তরা এই রক্তাক্ত করে তার মোটর রিক্সাটি পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রানীর বাজার থানার পুলিশ৷ পুলিশ ঘটনা স্থল থেকে কালিপদ চক্রবর্তীকে উদ্ধার করে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়৷
2023-02-13

