তিনধারিয়ায় টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

দার্জিলিং, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : কার্শিয়াংয়ের তিনধারিয়ায় টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধের। সোমবার ঘটনাটি ঘটেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খারকা বাহাদুর তামাং। তিনি তিনধার চা বাগানের বাসিন্দা ছিলেন। এদিন দুপুরে তিনধারিয়া ২০ মাইলে দার্জিলিং-এনজেপিগামী টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। বেশ কিছুক্ষণের জন্যে টয়ট্রেনটি সেখানে দাঁড়িয়ে যায়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।