লালমোহন ও রসগোল্লা মিলে শূন্য প্রসব করবে : হিমন্তবিশ্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ লাল মোহন ও রসোগোল্লা মিলে শূন্য প্রসব করবে৷ সোমবার গোলাঘাটি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী হিমানী দেববর্মার সমর্থনে গোলাঘাটি জগন্নাথ পাড়া এলাকায় আয়োজিত বিজয় সংকল্প জনসমাবেশে বলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ ১৬ই ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ৷ নির্বাচনকে সামনে রেখে বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থনে গোটা রাজ্য জুড়ে বিজেপির প্রচার অভিযান তুঙ্গে৷ তারই অঙ্গ হিসাবে সোমবার গোলাঘাটি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী হিমানী দেববর্মার সমর্থনে গোলাঘাটি জগন্নাথ পাড়া এলাকায় এক বিজয় সংকল্প জনসমাবেশের আয়োজন করা হয়৷ এই জনসমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী হিমানী দেববর্মা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, গোলাঘাটির বিজেপি বিধায়ক বীরেন্দ্র কিশোর  দেববর্মা, সিপাহীজলা উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা৷ এই বিজয় সংকল্প জনসমাবেশে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিগত ২৫ বছরের বাম  শাসনের তীব্র সমালোচনা করেন৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসা করেন তিনি৷