জয়নগর, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি জলশা। আর সেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে ধারে বসেছিল হরেক রকম দোকান। সেখানে গ্যাস বেলুনের দোকান দিয়েছিলেন মুচিরাম হালদার। আচমকা রাত্রি সাড়ে ন’টা নাগাদ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সেই সময় এলাকায় প্রচুর মানুষের ভিড় ছিল। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আশপাশে থাকা আরও অন্তত ১০ জন। নিহতদের নাম কুতুবউদ্দিন মিস্ত্রি(৩৬), শাহিন মোল্লা(১৪), আবির গাজি ও গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদার।
বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর ও বকুলতলা থানার পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। সেখানে বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ।