কৈলাসহরে বেপরোয়া গাড়ি ভেঙে দিল পাঁচটি বিদ্যুতের খুঁটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ জাতীয় সড়ক নির্মাণ সংস্থার গাড়ির ধাক্কায়  রবিবার রাতে  পাঁচটি ইলেকট্রিকের পোষ্ট ভেঙ্গে পড়ে রাস্তায়৷ ঘটনা কৈলাশহর কামরাঙ্গাবাড়ি কীর্তন থলি এলাকায়৷ বেসরকারি বিদ্যুৎ সংস্থা-  সাই কম্পিউটার লিমিটেডের বীরুদ্ধে ক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ৷
কৈলাশহর কামরাঙ্গাবাড়ি কীর্তন থলি এলাকায় নির্মাণ কাজ করার সময় জাতীয় সড়ক নির্মাণ সংস্থার গাড়ির ধাক্কায়  রবিবার রাতে  বেশ কয়েকটি ইলেকট্রিকের পোষ্ট ভেঙ্গে পড়ে রাস্তায়৷ পোষ্টের তার গুলি ছিড়ে পড়ে এক ব্যক্তির বাড়িতে৷  অন্য দিকের তার গুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে অপরদিকে৷ ঘটনার পর কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা-  সাই কম্পিউটার লিমিটেডকে জানানো হলেও তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি বলে অভিযোগ৷ যার ফলশ্রুতিতে সোমবার দুপুরে এক গৃহবধূ বিদ্যুৎপৃষ্ট হয়৷ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ একই সঙ্গে ঘটতে থাকে বিভিন্ন রকমের অঘটন৷ এই ঘটনায় কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে দায়ী করে এলাকার লোকজন৷ এই ঘটনার পর বিদ্যুতের তার থেকেই এক ব্যক্তির খড়ের গাদায় অগ্ণিসংযোগ এর ঘটনা ঘটে৷ এলাকাবাসীরা খবর পাঠায় কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরে৷  কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এই ঘটনায় ক্ষোভ জানিয়ে এলাকাবাসীরা কৈলাশহর ও ফটিকরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ রাস্তা অবরোধের ফলে দুপাশে আটকে পড়ে বহু যানবাহন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয়  কৈলাশর থানার বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷  কিন্তু কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড এখনও নীরব ভূমিকা পালন করে যাচ্ছে বলে অভিযোগ৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷