তথ্য কমিশনার নিয়োগ, বুধবার বৈঠকে মমতা-শুভেন্দু

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি .স.) : কলকাতা বিধানসভায় আবারও মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দললেতা শুভেন্দু অধিকারী।রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে থাকবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।

গত ২৫ নভেম্বর এই বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর ঘরে মমতার সঙ্গে শুভেন্দুবাবুর সাক্ষাৎ হয়। সেখানে কিছু ক্ষণ কথা হয় দু’জনের। সেই সময় বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপির অন্য তিন বিধায়ক— অশোক লাহিড়ি, অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গা। তার পর আর দু’জনের সাক্ষাৎ হয়নি। সব ঠিক থাকলে আবারও ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি বৈঠক মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বসবে সেই বৈঠক।

প্রোটোকল অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী বৈঠকে বসেন। সেই প্রোটোকল মেনেই আগামী বুধবার বিধানসভায় হবে বৈঠক। ছ’মাসেরও বেশি সময় ধরে এই পদটি খালি পড়ে রয়েছে। চলতি বছর ১৫ জন এই পদের জন্য আবেদন করেছেন। চার জন বয়সজনিত কারণে বাদ গিয়েছেন। ১১ জনের মধ্যে এক জনকে বাছাই করা হবে। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন আমলা এবং পুলিশ কর্তারা। খাদ্যভবনে রয়েছে মুখ্য তথ্য কমিশনারের দফতর। নিয়োগের পর সেখানেই বসবেন নতুন কমিশনার।