বাগনানে আগুনে পুড়ল তিনটি দোকান, হতাহতের খবর নেই

হাওড়া, ১২ ফেব্রুয়ারি (হি.স.): কিছু দিন আগেই হাওড়া জেলার বাগনানে স্টেশন সংলগ্ন রেজিস্ট্রি গলিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল ১৮ টি দোকান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাগনানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। এবারের ঘটনাস্থল বাগনান মানকুর মোড় সংলগ্ন এলাকা। জানা গিয়েছে, ওই এলাকায় একটি টায়ারে হাওয়া দেওয়ার দোকান, গ্রীল ও চায়ের দোকানে শনিবার রাতে পরপর আগুন লাগে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর না থাকলেও, কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকেরা। এই আগুন লাগার পিছনে রয়েছে অন্তর্ঘাত। ঠিক এমনটাই মনে করছেন ওই দোকানের মালিকেরা। সেই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ওই দোকানের মালিকেরা।