সূর্যমণিনগরে বিজেপির বাইক র্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷সূর্য মনিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রামপ্রসাদ পালের সমর্থনে রবিবার  বাইক রেলি সংগঠিত করা হয়৷ র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷  নির্বাচনী প্রচারের প্রায় শেষ লগ্ণে সূর্য মনি নগর বিধানসভা এলাকায় শাসকদলের প্রার্থী রামপ্রসাদ পালের প্রচার তুঙ্গে উঠেছে৷ রবিবার সকাল থেকেই সূর্যমনি নগর বিধানসভা এলাকায় যুব মোর্চার উদ্যোগে এক বাইক রেলির আয়োজন করা হয়৷ রেলিটি বিধানসভা এলাকার সবকটি বুথ এলাকা  সফর করে৷ রেলীর অগ্রভাগে ছিলেন দলীয় প্রার্থী রামপ্রসাদ পাল৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপ্রসাদ পাল বলেন যুব মোর্চার উদ্যোগে তার সমর্থনে এই রেলি সংঘটিত করা হয়৷ রিয়েলিটি প্রতিটি  বুথ এলাকা সফর করেছে৷ প্রার্থী রামপ্রসাদ পাল বাইক রেলিতে অংশ নিয়ে এলাকার সমস্ত অংশের মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন৷ তিনি বলেন বিগত বিধানসভা নির্বাচনের চেয়েও অধিক ভোটের ব্যবধানে এবং অধিক আসনে বিজেপি জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসবে৷