ভগৎ সিং কোশিয়ারির ইস্তফাপত্র গৃহীত, রমেশ বইসকে মহারাষ্ট্রের রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের রাজ্যপাল পদ থেকে ভগৎ সিং কোশিয়ারির ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে রমেশ বইসকে। এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন রমেশ বইস। রবিবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মহারাষ্ট্রের রাজ্যপাল পদ থেকে ভগৎ সিং কোশিয়ারির ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সে রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বইসকে।

কখনও মারাঠিদের অপমান, তো কখনও শিবাজী মহারাজকে নিয়ে বেফাঁস মন্তব্য। একের পর এক বিতর্কে জড়িয়েছেন ভগৎ সিং কোশিয়ারি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি ইস্তফার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। এরপরই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠান কোশিয়ারি, রবিবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভগৎ সিং কোশিয়ারির ইস্তফাপত্র গৃহীত হয়েছে।

এদিকে, মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল নিযুক্ত হওয়া প্রসঙ্গে শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “রাজ্যপাল পরিবর্তন মোটেও মহারাষ্ট্রের পক্ষে নয়, অনেক রাজ্যপালকে বদল করা হয়েছে। শিবাজি মহারাজ এবং সাবিত্রীবাই ফুলে সম্পর্কে তাঁর (কোশিয়ারি) মন্তব্যের কারণে মহারাষ্ট্রের জনগণ প্রায় এক বছর ধরে রাজ্যপাল পরিবর্তনের দাবি জানাচ্ছেন।”