ওয়াশিংটন ডিসি, ১১ ফেব্রুয়ারি (হি. স.) : ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিপর্যয়ে সহায়তার ঘোষণা করেছে বিশ্বব্যাংক। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ককে সহায়তা হিসেবে ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন, আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি। এটি দেশের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলা চিহ্নিত করবে। তুরস্কে বিদ্যমান দু’টি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্য সহায়তার এ অর্থ ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছিল, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তুরস্ক ও সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে বহু দেশ সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে।
প্রসঙ্গত, গত সোমবার প্রবল ভূমিকম্প কেঁপে ওঠে তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭, আর জিএমটি হিসেবে দুপুর ১টা ১৭-তে প্রথম ভূমিকম্প আঘাত হানে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানটেপ শহরের কাছে। মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। কম্পন অনুভূত হয় লেবানন, সিরিয়া, সাইপ্রাস, গ্রিনল্যান্ডেও। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকা। মৃত্যুমিছিল যেন থামছেই না সেখানে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।