বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ মিলন সংঘ এলাকায় কংগ্রেস সিপিএমের বাইক রেলি চলাকালে বাইকের ধাক্কায় ছিটকে পড়ে এক পথচারী মহিলা গুরুতর অভাবে আহত হয়েছেন৷
শনিবার সকালে মিলন সংঘ এলাকায় কংগ্রেস ও সিপিএমের বাইক রেলি চলাকালে বাইকের ধাক্কায় ছিটকে পড়ে এক পথচারীর মহিলা  গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহত মহিলার নাম পূর্ণিমা সরকার৷ বাড়ি  বাধারঘাট দীনদয়াল আশ্রমপাড়া এলাকায়৷ জানা যায় ওই মহিলা গৃহ পরিচারিকার কাজ করেন৷ এলাকায় তিনি মহিলা মোর্চার কর্মী হিসেবে পরিচিত৷ বাইকের ধাক্কায় ছিটকে পড়ে তার মাথা ফেটে যায় এবং হাত পা তে আঘাত লাগে৷ দুর্ঘটনায় ছিটকে পড়লেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মত প্রয়োজনীয়তা অনুভব করেনি ওই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা৷ কোনক্রমে ওই মহিলা আইজিএম হাসপাতালে আসেন চিকিৎসার জন্য৷৷ খবর পেয়ে বিজেপির নেতারা ও সেখানে ছুটে আসেন৷