সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে চ্যাম্পিয়ন এনএসআরসিসি, রানার্স চাম্পামুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে এনএসআরসিসি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। প্রত্যাশিত চ্যাম্পিয়ন খেতাব এনএসআরসিসি’র। নিয়ম রক্ষার একটি ম্যাচ এখনও বাকি। সেটি আগামীকাল থেকে শুরু হবে জিবি প্লে সেন্টার বনাম ক্রিকেট অনুরাগী’র মধ্যে। তবে সুপার ফোরে পয়েন্টের নিরিখে এনএসআরসিসি চ্যাম্পিয়ন এবং চাম্পামুড়া যথারীতি রানার্স স্বীকৃতি পেয়েছে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে অনুষ্ঠিত এনএসআরসিসি ও চাম্পামুড়ার দুদিনের ম্যাচ ড্র-তে আজ শেষ হয়েছে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে এনএসআরসিসি পেয়েছে ৩ পয়েন্ট। প্রথম দিন, শুক্রবার এনএসআরসিসি দিনভর খেলে ৯০ ওভারে আট উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করেছিল। অন্তিম দিনে আজ চাম্পামুড়া যথেষ্ট চেষ্টা করেও ৭৩.৪ ওভার খেলে ২১৩ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। দলের পক্ষে অধিনায়ক অর্কজিৎ সাহা সর্বাধিক ৮০ রান পায়। এছাড়া,  অধি দেবনাথের ৪০ রান,  স্নেহাশীষ পালের ৩৫ এবং মৈনাক সাহার ২৩ রান উল্লেখ করার মতো। পরবর্তী ব্যাটার্সরা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে শেষ রক্ষা সম্ভব হয়নি। প্রথম ইনিংসে ১০৭ রানে লিড নিয়ে এনএসআরসিসি ফের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। শেষ পর্যন্ত সময়ে ২১ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। এর মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। এনএসআরসিসি’র মাহিন চৌধুরী পাঁচটি উইকেট পেয়েছে ৩৬ রানের বিনিময়ে। এছাড়া, শঙ্খনীল পেয়েছে তিনটি উইকেট ১৫ রানের বিনিময়ে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে শঙ্খনীল পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।