গুয়াহাটি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটির প্ৰধান সড়ক গুয়াহাটি-শিলং (জিএস) রোডের খ্রিস্টানবস্তি এলাকায় অবস্থিত বহুতল-বিশিষ্ট ‘সিলভার স্কোয়ার’-এ এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আগুনে একটি চার চাকার দামি গাড়ি পুড়ে ভস্ম হওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে অন্য চার চাকার গাড়ি এবং একটি কাপড়ের শো-রুম। অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকা সহ ‘সিলভার স্কোয়ার’-এ বিদ্যমান দোকানপাটের মালিক-কর্মচারী এবং ক্রেতাদের মধ্যে নিজেদের নিরাপদ স্থানে নিয়ে যেতে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়।
আগুনের সূত্রপাত আজ শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ। সিলভার স্কোয়ার-এর ভূমিতলে গাড়ি পার্কিংস্থলে আচমকা একটি দামি চার চাকার গাড়িতে আগুনের সূত্রপাত হয়। গাড়িটির মেরামত চলছিল। আগুনের লেলিহান শিখা চোখের পলকে ছড়িয়ে পড়ে প্রথমতলার একটি কাপড়ের শো-রুম এবং লাগোয়া দোকানে। ইতিমধ্যে চার চাকার গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ প্রায় আটটি ইঞ্জিন নিয়ে অগ্নিনিৰ্বাপক বাহিনীর দল ঘটনাস্থলে আসে। অক্লান্ত কসরত করে প্রায় দু-ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপকের জওয়ানরা। ইতমধ্যে পুলিশেরও বিশাল দল ছুটে এসেছে। তাঁরা গোটা অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছেন।

