রামনগরে বাড়ি বাড়ি ভোট প্রচার নির্দল প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷রামনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী মানবাধিকার কর্মী আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন শনিবার সকালেও বাড়ি বাড়ি ভোট প্রচারের শামিল হন৷ প্রচারে  বেরিয়ে তিনি ভোটারদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন৷ রামনগর বিধানসভা কেন্দ্রে মানবাধিকার কর্মী আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন  শনিবার সকালে কের চৌমুহনী এলাকা থেকে  গণদেবতাদের পারিবারিক ভোট প্রচারে শামিল হন৷ ভোট প্রচারে বেরিয়ে নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন বলেন ভোটারদের কাছ থেকে তিনি দারুন সাড়া পাচ্ছেন৷ এই কেন্দ্রের মানুষ নির্দল প্রার্থীকে জয়ী করে ইতিহাস তৈরি করবেন বলে তিনি দাবি করেন৷ তিনি ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন এই সরকারের আমলে রাজ্যে গণতন্ত্র ভুলুঠিত৷ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান রক্ষার তাগিদেই জনগণ নির্দল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *