তিনবিঘা করিডোর, আঙ্গরপোতা-দহগ্রাম ও পানবাড়ি সীমান্তে বিজিবি-র মহাপরিচালক, বিএসএফ-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময়

আগরতলা (ত্রিপুরা), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি লালমনিরহাটের পাটগ্রামে তিনবিঘা করিডোর, আঙ্গরপোতা-দহগ্রাম ও পানবাড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপস্থিত বিএসএফ জওয়ানদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময়ও করেছেন।

বিজিবি-র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ শনিবার রংপুর রিজিয়ন সদর এবং রংপুর ব্যাটালিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ এবং বৃক্ষরোপণ করেন।

এর পর বিজিবি মহাপরিচালক রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিনবিঘা করিডোর পরিদর্শন করেন। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর একটি চৌকস দল বিজিবি মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি উপস্থিত বিএসএফ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়ও করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরে তিনি পানবাড়ি বিওপি-তে নিয়োজিত সৈনিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

বিজিবি মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাটালিয়ন অধিনায়ক সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *