আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি.স ): আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠীত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ও শান্তির বাজার বিধানসভাকেন্দ্রে বাম কংগ্রেস মনোনিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শনিবার বাইখোড়া বাজারে এক মিছিল ও নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠীত করা হয়। আজকের জনসমা বেশেষের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সি পি আই এম নেতৃত্ব অমল চক্রবর্তী।
সি পি আই এম ও কংগ্রেস সমর্থীত কর্মীদের উদ্দ্যোগে আজ বাইখোড়া বাজারে এক সুবিশাল মিছিল সংগঠিত করাহয়। মিছিলটি বাইখোড়া বাজারের বিভিন্নপথ অতিক্রান্ত করে বাইখোড়া দ্বাদশ্রেনী বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্তিহয়। পরবর্তীসময় সেখানে সকলে একত্রিত হয়ে নির্বাচনী জন সমাবেশে মিলিত হয়। জন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিগত ৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন। তার পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়নে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে সি পি আই মনোনিত প্রার্থী সত্যজিৎ রিয়াং ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে সি পি আই এম মনোনিত প্রার্থী দেবেন্দ্র ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান। সি পি আই এম ও কংগ্রেসের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই মিছিল ও নির্বাচনী জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরা যায়।হিন্দুস্থান সমাচার /বিশ্বেশর

