কদমতলায় বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷কদমতলায় বিজেপির সমর্থনী সভা অব্যাহত রয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের ৩নং বুথে পঁচিশ পরিবারের মোট একশো চার জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দেন৷ মূলতঃ চা বাগিচা এলাকার বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ তাঁতী প্রার্থী হওয়ায় চা জনগোষ্ঠীর মানুষ অত্যন্ত খুশি৷ আর তাতেই বিভিন্ন রাজনৈতিক দলে ধবস নামিয়ে শাসক শিবিরে আসছে বলে জানান প্রার্থী দিলীপ তাঁতী৷ এদিকে, প্রার্থী দিলীপ তাঁতী জানান, কংগ্রেস সিপিএমের জুমলা জোটের বিরুদ্ধে মানুষ একত্রিত হচ্ছে৷ তিনি সমর্থনী সভাসহ বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান৷ এই এলাকা দীর্ঘদিন ধরে সিপিএমের শক্ত ঘাটে বলে পরিচিত৷