নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে শুক্রবার সুসজ্জিত রোড শো করলেন বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ৷ বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচারও প্রায় শেষের দিকে৷ প্রচারের প্রথম দিক থেকেই শাসকদল বিজেপি প্রচারে এগিয়ে রয়েছে৷ ভোটারদের মন জয় করতে রোড শো বাড়ি বাড়ি প্রচার জনসভা সহ নানা কর্মসূচি পালন করে চলেছে শাসকদল বিজেপি৷ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এই বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়ি বাড়ি ভোট প্রচার প্রায় সম্পন্ন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার সকালে সুসজ্জিত রেলি সংগঠিত করা হয় বড়দোয়ালি বিধানসভা এলাকায়৷ র্যালিটি বিধানসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রেলিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন তিনি অর্ধেকের বেশি সময় ভোট প্রচারে শামিল হয়েছেন অন্যান্য বিধানসভা এলাকায়৷ যখনই সময় পাচ্ছেন তখনই নিজ বিধানসভা এলাকায় ভোট প্রচারের শামিল হচ্ছেন৷ যেভাবে গণদেবতারা সারা দিচ্ছেন তাতে সবকটি বিধানসভা নির্বাচনেই বিজেপির এবং সহযোগী দল আইপিএফটি জয় নিশ্চিত বলে তিনি দাবি করেন৷
2023-02-10

