নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের উত্তর ভারত চন্দ্র নগর এলাকায় বুধবার রাতে নির্বাচনী সভাতে যাওয়ার অপরাধে বিজেপি কর্মীর আক্রমণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক সিপিআইএম কর্মী৷ ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক সন্ত্রাসের মতো ঘটনা ঘটে চলছে৷ জিরো ভায়োলেন্সে ভোট হবে কিনা তা নিয়েও সন্দেহ উঁকি ঝুঁকি দিচ্ছে জনমনে৷ এছাড়া প্রশ্ণ উঠতে শুরু করেছে ভোটররা কি নির্ভয়ে ভোট গ্রহন কেন্দ্রে যেতে পারবেন? বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙ্গচুর, বাজারের মধ্যে রক্তাক্ত ঘটনা থেকে শুরু করে প্রচার সজ্জ্বা নষ্ট, ভয় ভীতি প্রদর্শন করার ঘটনার অভিযোগ উঠছে বিরোধী শিবিরের পক্ষ থেকে৷ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের উত্তর ভারত চন্দ্র নগর এলাকায় বুধবার রাতে বাম-কংগ্রেস সমর্থিত নির্বাচনী সভাতে যাওয়ার অপরাধে রক্তাক্ত হয়েছেন এক ব্যাক্তি৷ নাম মানিক মল্লিক৷ শাসক বিজেপি দলের কয়েকজন কর্মীরা নাকি এই আক্রমন সংগঠিত করে বলে অভিযোগ৷ বিলোনিয়া থানাতে অভিযোগ দায়ের আক্রান্তের পক্ষ থেকে৷ ঘটনা বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের উত্তর ভারত চন্দ্র নগর এলাকায় বুধবার রাতে৷ জানা যায়, মানিক মল্লিকের বাড়িতে ঢুকে হঠাৎ চড়াও হয়ে সাত থেকে আট জন লোক হামলা চালায়৷ মানিক মল্লিক বাধা দিতে আসার পরই লাঠি দিয়ে মাথায় আঘাত করে৷ এর ফলে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা৷ তাদেরকে দেখেই হামলাকারীরা পালিয়ে যায়৷ এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহত মানিক মল্লিককে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে৷ প্রাথমিক চিকিৎসার পর আহত মানিক মল্লিককে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক৷ মানিক মল্লিকের মাথায় ১১ টি সেলাই লাগে৷ জানা যায় আক্রমণকারীরা শাসকদলেরই লোক৷
2023-02-09

