চুরাইবাড়ি সেল টেক্স অফিসের শৌচালয়ে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ষাট উর্ধ ব্যক্তির৷ ঘটনা চুরাইবাড়ি থানা এলাকার সেলটেক্স কমপ্লেক্সের ভেতরে৷জানা যায় চুরাইবাড়ি থানা এলাকার সেলটেক্স কমপ্লেক্সের ভেতরে একটি শৌচাগারে বছর দেড়েক ধরে কর্মরত ছিল মতি দাস নামের ওই বৃদ্ধ৷ মৃত বৃদ্ধের বাড়ি ঊনকোটি জেলার ফটিকরায় এলাকায়৷ প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও সে খাবার সেরে সেখানে একটি রুমে ঘুমিয়ে পড়ে৷ বুধবার সকালে সে ঘুম থেকে না ওঠায় লোকজনরা ইনচার্জ বিজয় কুমার সিং- কে ফোন করেন৷ তিনি বারোটা নাগাদ ধর্মনগর থেকে ছুটে আসেন৷ শৌচাগারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন সে বিছানায় শুয়ে আছে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে ধারনা করা হচ্ছে৷ সঙ্গে  সঙ্গে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়৷ ছুটে আসে থানার পুলিশ৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *