নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বুধবার লোকসভায় প্রহ্লাদ যোশী বলেছেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা উচিত। মঙ্গলবার সংসদে আদানিকাণ্ড নিয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে নানা ধরনের কথা বলেছিলেন রাহুল গান্ধী। রাহুলের সেই সমস্ত মন্তব্যের নিন্দা করে এদিন প্রহ্লাদ যোশী বলেছেন, “সংসদের নিয়মানুযায়ী কোনও সদস্য পূর্ব নোটিশ না দিলে কোনও অভিযোগ করা যাবে না। এক কংগ্রেস নেতা (রাহুল গান্ধী) ভিত্তিহীন অভিযোগ করেছেন। তাঁর বিবৃতি অপসারণ করা উচিত এবং তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা উচিত এবং তাঁকে একটি নোটিশ দেওয়া উচিত।
এদিকে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই নিয়ে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠিও লিখেছেন নিশিকান্ত। সেই চিঠিতে তিনি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে উল্লেখ করেছেন, রাহুল লোকসভায় বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছেন এবং কোনও বৈধ প্রমাণ ছাড়াই মোদীর বিরুদ্ধে পুঁজিবাদের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকার অভিযোগ এনেছেন। এদিন সংসদ চত্বরে নিশিকান্ত দুবে বলেছেন, “আমি রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব উত্থাপন করেছি।”