ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। বড় ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করলো প্রণবানন্দ বিদ্যামন্দির। ৮০ রানে পরাজিত করলো মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুলকে। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে ছিটকে গেলো মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুল। রাজ্য ক্রিকেট
সংস্থা আযোজিত সদর অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। ড: বি আর আম্বেদকর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার সকালে টসে জয়লাভ করে প্রণবানন্দ বিদ্যামন্দির ২৩৭ রান করে। দলের পক্ষে শায়নজিৎ রায় ৫২ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩, আযুষ দাস ৮০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং সাগর দত্ত ৬০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৮ রান। মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে সৌরভ সাহা (৩/২৬), উমর দেবনাথ (৩/৫১) এবং রাহুল সূত্রধর (২/৬০) সফল বোলার। জবাবে খেলতে নেমে মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুল ১৫৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাহুল সূত্রধর ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১,নন্দ দুলাল রায় ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং আবুল কালাম ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে। প্রণবানন্দ বিদ্যামন্দিরের পক্ষে সোমরাজ দেব (৪/৩৭) এবং অনুষ্ক মজুমদার (৩/২০) সফল বোলার।

