জি.বি পি.সি- ২৫১/৮
চাম্পামুড়া- ২৫৩/৯
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। অতিরিক্ত পূর্ন খেলা দেখিয়েছে চাম্পামুড়া। ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়েছে। তবে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে চাম্পামুড়ার ব্যাটসম্যানরা পুরো দায়িত্ব কাঁধে নিয়ে রোমাঞ্চকর ভাবে প্রথম ইনিংসে লিড নেওয়ার কাজটা সেরেছে। ২৪৫ রানে পিছিয়ে থেকে আজ খেলা শুরু করেছিল চাম্পামুড়া। হাতে উইকেট ছিল সাতটি। সীমারেখা মঙ্গলবার এর ৬ ওভার বাদ দিয়ে আজ ৮৪ ওভার। ম্যাচ ড্রতে শেষ হবে ধরে নিয়েই দুই দল আজ মরিয়া হয়ে উঠেছিল প্রথম ইনিংসে লিড নিয়ে তিন পয়েন্ট প্রাপ্তির। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ সুপার ফোর ক্রিকেটে জি.বি প্লে সেন্টার ও চাম্পামুড়া প্লে সেন্টারের জমজমাট ম্যাচ হয়েছে এমবিবি স্টেডিয়ামে। মঙ্গলবারে ম্যাচ শুরুতে টস জিতে জি.বি প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দিনভর সীমিত ৯০ ওভার খেলার নিয়ম অনুযায়ী ৮ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছিল। শুরুতে দলীয় ২৪ রানে তিন উইকেটের পতন ঘটলেও রাহুল বর্মন ও উদয়ন পাল চতুর্থ উইকেটের জুটিতে দলকে অনেকটা এগিয়ে নেয়। রাহুল ৯৬ বল খেলে ৬৩ রানে আউট হলেও উদয়ন পাল অনেকটা দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে ২৩১ বল খেলে শেষ পর্যন্ত ৫০ রান সংগ্রহ করে অপরাজিত থেকে যায়। জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬ রান সংগ্রহ করেছিল। আজ অর্কজিৎ ও সন্দীপনের অনবদ্য ব্যাটিং মূলতঃ দলকে প্রথম ইনিংসে লিড পাওয়ার লক্ষ্যে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত আজ ৮৪ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ২৪৭ সাল যোগ করে চাম্পামুড়া প্রথম ইনিংসে লিড পায়। অর্কজিৎ সাহা ১৫৯ বল খেলে ১৭ টি বাউন্ডারি হাঁকিয়ে ১২৮ রান এবং সন্দীপন দাস ২৪৪ টি বল খেলে আটটি বাউন্ডারি সহযোগে ৬২ রান উল্লেখযোগ্য। শেষ দিকে অতনু রায় ও প্রিয়াংশু পাল জুটির দৃঢ়তা পূর্ণ ব্যাটিং দলকে লিড এনে দেয়। অতনু ৬২ বল খেলে ছয়টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৯ রানে অপরাজিত থাকে। জি.বি প্লে সেন্টারের অধিনায়ক উজ্জ্বয়ন বর্মন ৬১ রানে পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া, ছোটন মিয়া, সোম্রাংশু পাল ও রাজদীপ দেবনাথ প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

