কমলপুরে ছোটদের ক্রিকেট ফাইনালে আজ ইয়ুথ-হালহুলি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। কমলপুরে আয়োজিত অনূর্ধ্ব ১৩ খুদেদের ক্রিকেট টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। আগামীকাল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। খেলবে ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার এবং হালহুলি সিনিয়র বেসিক স্কুল দল। কমলপুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে। শনিবার প্রথম সেমিফাইনালে ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার ৪ উইকেটের ব্যবধানে মোহনপুর ক্রিকেট একাদশকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। রবিবারে, দ্বিতীয় সেমিফাইনালে হালহুলি সিনিয়র বেসিক স্কুল ১৭ রানের ব্যবধানে ছাত্র সংঘকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। হালহুলি স্কুল গ্রাউন্ডে রবিবার ম্যাচ শুরুতে হালহুলি সিনিয়র বেসিক স্কুল প্রথমে ব্যাটিং এর সুযোগ পায়। ২২.১ ওভার খেলে ৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ভূপেন্দ্র কুমার সর্বাধিক ৩৪ রান পায়। ছাত্র সংঘের শহীদ হোসেন তিনটি উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে ছাত্রসংঘ ২১.৪ ওভার খেলে ৮১ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে আবু সুলতান সর্বাধিক ১৯ রান পায়। হালহুলি স্কুলের প্রিয়াস দাস ১৪ রান দিয়ে ৪টি উইকেট দখল করে ছাত্র সংঘকে নক আউট করে দেয়।